Professional Digital Marketing

Course Guideline:

ফ্রিল্যান্সিং জনগোষ্ঠীর দিক থেকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয় আর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে, আগামীতে আয়ের বড় উৎস এবং কর্মসংস্থানের একটি বৃহৎ সেক্টর হবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে উন্মুক্ত চাকরির বাজার। একজন ফ্রিল্যান্সারের জন্য তার বাসস্থান কোথায়, সেটি জরুরি নয়। আর এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে হয় ইমেইল, ভিডিও চ্যাট এবং মেসেজিং সেবার মতো প্রযুক্তিগুলোকে। বর্তমানে ঘরে বসে অর্থ ইনকাম এর বড় মাধ্যম গুলোর অন্যতম হচ্ছে Upwork, Fiverr, Freelancer, Guru বিভিন্ন Marketplace গুলোতে এখন বড় বড় Company গুলো তাদের কাজ করিয়ে নিচ্ছে খুবই ভালো Prize দিয়ে। Marketplace-এ কাজ করার প্রথম শর্ত হল নিজেকে Skilled করতে হবে।

অপার সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে ডিজাইন মোমেন্ট এর এই পরিপূর্ণ কোর্সটি হতে পারে নিজেকে ডিজিটাল মার্কেটিং জগতে যোগ্য হিসেবে গড়ে তোলার একটি সঠিক মাধ্যম।

Course Requirement:

এই কোর্স করতে হলে আপনার অবশ্যই কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে।

কোর্স টি তে যা থাকছে :

  • অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
  • অ্যাডভান্স সোশাল মিডিয়া মার্কেটিং (SMM)
  • গুগল এডসেন্স এবং বেসিক ওয়ার্ডপ্রেস প্রশিক্ষণ
  • এই প্রশিক্ষণে শেখানো হবে কিভাবে দ্রুত সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইটকে টপে নিয়ে আসা যায়
  • প্রশিক্ষণে থাকছে কীওয়ার্ড রিসার্চ
  • কম্পিটিটর এন্যালাইসিস
  • অন পেজ ও অফ পেজ অপটিমাইজেশন, লিঙ্কবিল্ডিং
  • গুগল ওয়েব মাস্টার – গুগল এনালিটিক্স
  • লিংক মনিটরিং
  • আর্টিকেল রাইটিং
  • এছাড়াও থাকবে কিভাবে এসইও এর মাধ্যমে ফ্রিল্যান্সিং থেকে আয় করে নিজের ক্যারিয়ার গড়ে তোলা যাবে তার বিস্তারিত রিয়াল লাইফ প্রোজেক্ট এর মাধ্যমে দেখানো।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে আমরা যে যে সহযোগিতা করবো:

  • ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার জন্য থাকবে Guideline,
  • থাকবে Marketplaces গুলোতে Career গড়ার উপায় ,
  • Self Branding এবং Portfolio তৈরি করার উপায়,
  • Client-এর সাথে Communicate যেভাবে করতে হয়,
  • Bid করে যেভাবে কাজ পাওয়া যায়

Career Support:

  • For choosing Social Media Marketing as a career option you must be aware about the kind of career opportunities that are currently available in this industry. After completing SMM Training Course successfully you will emerge as a fully fledged Certified Social Media Marketing Professional and you will be able to grab all the potential Social Media Marketing jobs and opportunities available in this industry. You can work in the best SMM companies on various job positions like some of them mentioned below –
    1. Social Media Marketing Manager
    2. Social Media Marketing Analyst
    3. Senior SMM Campaign Manager
    4. Senior SMM Campaign Leader
  • Full time or part time jobs facilities in our firm as our ILIS (I Learn I Serve) project.

Seminar

December 06, 2019

Class Start

December 10, 2019

Total Seat

15

Course Fee

TK.12,500 | Installment Available

Call: 01620-333111


Apply Now
TOP